• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

আইন-আদালত

সড়কে চাঁদাবাজি,৮ জনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ জুন ২০২৩

আব্দুল মান্নান পল্টন,ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলায় সড়কে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে।
সোমবার বিকেলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান দন্ডপ্রাপ্তদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ।
এর আগে রোববার (০৪ জুন) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ গ্রেফতারকৃত ৮জনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলেন- উপজেলার মুজাটি এলাকার তারা মিয়ার ছেলে মো. রমজান আলী (২৬), পয়ারকান্দি এলাকার হযরত আলীর ছেলে মো. রমজান আলী (২৫), মৃত হাসেন আলীর ছেলে মো. নবী হোসেন (৩৫), গোলাম রসুলের ছেলে মো. আমিরুল ইসলাম, মো.মালেক মিয়ার ছেলে মো. লিটন (৩৪), ঈশ্বরগ্রামের মো. আলী আকবরের ছেলে মো.মোশাররফ হোসেন ইমরান (২৮), মজিবুর রহমানের ছেলে জসিম (৩৫) ও মির্জা শফিক ড্রাইভারের ছেলে মির্জা ফয়সাল(২৪)।
ওসি আব্দুল মজিদ জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও মুক্তাগাছা থানা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ দ-বিধি আইনের ১৮৬০ এর ৩৫৬ ধারার অপরাধে তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
একই সড়কের যানবাহনে চাঁদাবাজির অপরাধে এর আগেও আরও দুইজনকে ২ বছর করে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান ওসি।
জেলা গোয়েন্দা শাখা ডিবি'র ওসি সফিকুল ইসলাম জানান , বেশ অনেকদিন ধরে মুক্তাগাছা পৌর শহরের বিভিন্ন সড়কে অবৈধভাবে পৌর টোল আদায়ের নামে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সংশ্লিষ্টদের নিষেধ করা হলেও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় জেলা
পুলিশ সুপার এসপি মাছুম আহম্মেদ ভুঞ্রা সারের নির্দেশে চাদাঁবাজদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads